ডিসেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে ত্রিপুরা যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভা করবেন আস্তাবল মাঠে। আগরতলা রবীন্দ্রভবনে সংলগ্ন সভা মঞ্চ থেকে দীপ্তকণ্ঠে ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: ত্রিপুরায় আজ খুঁটি পুজো করলাম, ২০২৩-এ বিসর্জন দেব: অভিষেক বন্দ্যোপাধ্যায়
রবিবার ত্রিপুরায় শুরু থেকে শেষ পর্যন্ত ঝাঁঝালো বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে বিজেপি ও মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে হুঁশিয়ারির সুরে অভিষেক বলেন, ‘‘আজ হয়তো ৫০০ মানুষ সভায় এসেছে। কিন্তু আমি জানি ২০ লক্ষ মানুষ বাড়িতে বসে সভা শুনছেন। ছুটির দিনেই বিপ্লব দেবের ছুটি হয়ে গেল। অপেক্ষা করুন নভেম্বরে ফের আসবো। আটকানোর ক্ষমতা থাকলে আটকে দেখান। আপনার চেয়ে দশ গুন জেদি আমি।”
আরও পড়ুন: বিজেপিকে উৎখাতের ডাক দিলেন শান্তনু-সুস্মিতা-সুবল-কুণাল ঘোষ
এরপরেই অভিষেকের ঘোষণা, “আমার বিরুদ্ধে কোনও রাগ থাকলে আমাকে বলুন। ত্রিপুরার মানুষকে কষ্ট দেবেন না। আমি এলেই ১৪৪ ধারা জারি করে দেন। আমাদের বলা হয়েছিল, এখান থেকে সরিয়ে বিবেকানন্দ মাঠে সভা করতে। বিপ্লব দেবের সেই স্বপ্নও পূরণ করে দেব। ডিসেম্বরে সভা করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তার আগে আমি নভেম্বরে দু থেকে তিনবার আসব। আজ ত্রিপুরায় খুঁটিপুজো করলাম, ২০২৩-এ বিজেপিকে বিসর্জন দেব।”