মণীশ কীর্তনিয়া, গারো (মেঘালয়): আজ বুধবার মেঘালয়ের গারো পাহাড়ের মেন্দিপাথারে প্রথম নির্বাচনী প্রচার সভা করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Meghalaya- Mamata Banerjee)। থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আলিপুরদুয়ারের হাসিমারা থেকে সরাসরি আসবেন গারোতে। নেত্রীর প্রচারসভাকে কেন্দ্র করে সবরকম প্রস্তুতি সারা। বেশ কয়েকদিন হল মেঘালয়ে ঘাঁটি গেড়ে রয়েছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ১৫ জানুয়ারি থেকে রয়েছেন মন্ত্রী মানস ভুঁইয়াও। ৬০ আসনের মেঘালয় বিধানসভার নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই। যে কোনওদিন নির্বাচনের ঘোষণা হয়ে যাবে। শাসক এনপিপি-বিজেপি জোট যেখানে এখনও প্রার্থীদের নামই ঠিক করে উঠতে পারেনি সেখানে অনেক আগেই তৃণমূল কংগ্রেস ৫২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়ে মাঠে নেমে পড়েছে। আজ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Meghalaya- Mamata Banerjee) জনসভার মধ্যে দিয়ে মেঘালয়ে প্রচারে ঝড় তুলতে চলেছে। দলনেত্রীর সভাকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। মেঘের রাজ্যের কড়া ঠান্ডাতেও উপচে পড়বে মেন্দিপাথারের দিলমা আপাল প্লেগ্রাউন্ড। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও সভায় বলবেন ডাঃ মুকুল সাংমা, মেঘালয় তৃণমূল রাজ্য সভাপতি চার্লস পিনগ্রোপ ও মেন্দিপাথারের প্রার্থী পারদিনান্দ ডি শিরা। মমতা বন্দ্যোপাধ্যায় বহু আগে তুরায় এসেছেন সভা করতে। স্বাভাবিক ভাবেই নেত্রীর কাছে এ এক নস্টালজিক মুহূর্ত।
আরও পড়ুন: দ্বিতীয় বিয়ে করে পাকিস্তানেই বহাল তবিয়তে দাউদ
গারো এলাকা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। মেন্দিপাথারের তৃণমূল প্রার্থী পারদিনান্দ ডি শিরার এলাকাতেই আজকের সভা। থাকবেন উত্তর গারো পাহাড়ের আরও চার প্রার্থীও। দলনেত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রচার সভায় দলের সকল প্রার্থীদের জন্য ফলে খাসি – জয়ন্তীয়া থেকেও প্রার্থী, নেতা – কর্মীরা আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় বলবেন, কেন মেঘালয়বাসীর সার্বিক উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসকে দরকার। উই কার্ড ও মাই ই কার্ড মেঘালয়ে ব্যাপক সাড়া ফেলেছে মহিলা ও যুব সম্প্রদায়ের মধ্যে। সবমিলিয়ে আজ মেঘালয়বাসী স্বাক্ষী হতে চলেছেন মেগা রাজনৈতিক ইভেন্টের।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…