প্রতিবেদন : রাজ্যের প্রত্যেকটি স্কুল পড়ুয়াকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের শুরুর দিনই স্টুডেন্টস ডে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই দিনের কথা মনে রেখেই রাজ্যের প্রত্যেক ছাত্রছাত্রীকে নতুন বছরে শুভকামনা জানিয়ে চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। নতুন বছরের শুরুতেই সেই চিঠি ছাত্রছাত্রীরা স্কুল মারফত পেয়ে যাবেন।
আরও পড়ুন-লিফট বিভ্রাট
চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই জানুয়ারির প্রথম সপ্তাহ স্টুডেন্টস উইক হিসেবে পালন করার কথা উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রীর দেওয়া চিঠিতে উল্লেখ রয়েছে পড়ুয়াদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রাজ্যের চিন্তাভাবনা। স্টুডেন্টস ক্রেডিট কার্ড, তরুণের স্বপ্ন, সবুজসাথীর মতো পড়ুয়াদের সঙ্গে থাকতে রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পের উল্লেখ রয়েছে চিঠিতে। শিক্ষা দফতর সূত্রে খবর, আগামী ১ ও ২ জানুয়ারি স্কুল মারফত মিড-ডে-মিল সামগ্রী বিতরণ করা হবে ছাত্রছাত্রীদের।
তারই সঙ্গে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছাপত্র দেওয়া হবে ছাত্রছাত্রীদের অভিভাবকদের। ইতিমধ্যেই সেই বিষয়ে চূড়ান্ত গাইডলাইন তৈরি করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। স্টুডেন্টস উইকে প্রায় ২৫ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার প্রস্তুতি নিচ্ছে উচ্চশিক্ষা দফতর।