চর্তুর্থীতে রাজ্যবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Must read

আজ চতুর্থী। আজ থেকেই বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন ঢাকিরা। শিয়ালদা স্টেশনে ভিড় জমছে। এতদিন প্রতিমা তৈরী নিয়ে ছিল ব্যস্ততা। আজ অন্যভাবে ব্যস্ত রয়েছে কুমোরটুলি থেকে আরো অনেক এলাকা। আজ থেকেই বিভিন্ন মণ্ডপে ভিড় বাড়তে শুরু করবে। প্রথম থেকেই সতর্ক পুলিশ প্রশাসন। যদিও কলকাতার বিভিন্ন জায়গায় কাল থেকেই শুরু হয়ে গিয়েছে ঠাকুর দেখা।

আরও পড়ুন-পুজোর শুরুতেই অর্জুনের ভাটপাড়ায় ব্যাপক ভাঙন বিজেপিতে

আজ সকালেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে টুইট করে সকল রাজ্যবাসীকে শুভ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নিজের টুইটারে লিখেছেন, ‘“শরতে আজ কোন্‌ অতিথি এল প্রাণের দ্বারে।
আনন্দগান গা রে হৃদয়, আনন্দগান গা রে।।”

উৎসব শুরুর প্রহর গুনছে বাংলা। জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা ধ্বনিত হচ্ছে আকাশে, বাতাসে। মা দুর্গার আবির্ভাবলগ্নে সকলকে জানাই মহাচতুর্থীর আন্তরিক শুভেচ্ছা। সবার জীবন হয়ে উঠুক আনন্দমুখর।’

 

 

Latest article