সুচিত্রা সেন একজন ভারতীয় অভিনেত্রী ছিলেন। তার জন্মগত নাম বাবা মা দিয়েছিলেন রমা দাশগুপ্ত। তিনি বিশেষ করে বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে নিজের জীবনে খ্যাতি অর্জন করেছিলেন। বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
আরও পড়ুন-১২ এপ্রিল সামনে শ্রীলঙ্কার ক্লাব, যুবভারতীতে গোল করতে মুখিয়ে রয়েছেন কৃষ্ণ
১৯৭২ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মান প্রদান করে। এমনকি ২০০৫ সালে তাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল। সেই সময়ে সুচিত্রা সেন জনসমক্ষে আসতে চান নি তাই তিনি পুরস্কার গ্রহণ করেননি বলে জানা গিয়েছে।
আজ তাঁর জন্মদিন উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।