রাজ্যবাসীকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আতঙ্ক-এর মধ্যে বাংলায় সুষ্ঠ ও নির্বিঘ্নে দুর্গাপুজো পালিত হওয়ায় “গর্বিত” মুখ্যমন্ত্রী। সহ-নাগরিকদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দুর্গাপুজোর পর দীপাবলি ও শ্যামাপুজোতেও একইরকম সংযম রাখবে সকলে, এই আশা ও বিশ্বাস রাখি।”
বিজয়ার পর মুখ্যমন্ত্রী লিখছেন, ”দুর্গাপূজা সম্পন্ন হল। বিশ্বব্যাপী অতিমারির মধ্যেই সচেতন দায়িত্ববোধের সঙ্গে পালিত হল আমাদের শ্রেষ্ঠ উৎসব। এই সচেতনতা ও সহযোগিতার জন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞ। এই অবসরে তোমাকে ও তোমার পরিবারের সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।”
আরও পড়ুন-ঘরে-বাইরে চাপ, রাহুলকে আড়ালে সামনে সোনিয়াই
দুর্গাপুজোর আয়োজন নিয়ে খুশি হয়ে মুখ্যমন্ত্রী লেখেন , ”শান্তি ও সৌহার্দ্যের বাতাবরণে জগজ্জনীর আরাধনা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সমাধা হল। কঠিন পরিস্থিতিতে এ আমাদের সামগ্রিক গৌরব।এবার আসছে দীপাবলি ও শ্যামাপূজা। তার জন্যেও জানিয়ে রাখি আগাম শুভেচ্ছা ও অনেক শুভকামনা। শারদোৎসবের সব পর্বেই আমাদের একই রকম সংযম বজায় থাকবে এই আশা ও বিশ্বাস রাখি। আগামী দিনগুলিও থাকুক আনন্দমুখর, কিন্তু সতর্ক ও সংবেদনশীল।”