”ভাল করে জল ঢেলে নিরাপদে ফিরে আসুন”, তারকেশ্বরে শ্রাবনী মেলা উপলক্ষে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে লক্ষাধিক ভক্ত সমাগম হয়। হুগলি জেলা প্রশাসন মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা নিয়েছে।

Must read

তারকেশ্বরে (Tarakeshwar) আজ, ১০ জুলাই থেকে শুরু হল শ্রাবণী মেলা। হুগলির তারকেশ্বরে এক মাসব্যাপী শ্রাবণী মেলাতে মহাদেবের আশীর্বাদ কামনায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত ও পুণ্যার্থীরা জল নিয়ে দীর্ঘ পথ হেঁটে তারকেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আসেন। শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে লক্ষাধিক ভক্ত সমাগম হয়। হুগলি জেলা প্রশাসন মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা নিয়েছে। মেলার প্রস্তুতি নিয়ে রাজ্যের মন্ত্রীদের নিয়ে প্রশাসনিক স্তরে বৈঠক করেছেন খোদ মুখ্যমন্ত্রী। তীর্থযাত্রীদের থাকা, খাওয়া, চিকিৎসা ও পানীয় জলের সবরকম বন্দোবস্ত করা হয়েছে। ভিড় সামাল দিতে পর্যাপ্ত পুলিশ মোতায়নের ও সিসিটিভির মাধ্যমেও নজরদারি চলবে বলে খবর।

আরও পড়ুন-কলকাতা পুলিশের তদন্তে সন্তুষ্ট নির্যাতিতার পরিবার, রিপোর্ট দেওয়ার নির্দেশ

এই উপলক্ষে আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। তিনি লিখেছেন, ”বাংলার হুগলি জেলার ঐতিহ্যবাহী তারকেশ্বর শ্রাবণী মেলা আজ থেকে শুরু হচ্ছে। বাবা তারকনাথের মাহাত্ম্যধন্য এই পবিত্র তীর্থক্ষেত্রে প্রতিবছরই গোটা শ্রাবণ মাস জুড়ে ভগবান শিবের আশীর্বাদ কামনায় সমাগম ঘটে লক্ষ-লক্ষ ভক্তবৃন্দের। আমি এই মেলায় আগত সেই সকল ভক্তবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।”

আরও পড়ুন-মহেশতলায় নার্স খুনে অবশেষে গ্রেফতার স্বামী

তিনি আরও লেখেন, ”তারকেশ্বর ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সামগ্রিক উন্নয়নকল্পে এবং পুণ্যার্থীদের সুবিধার্থে আমাদের সরকার নানান পদক্ষেপ করেছে যার মধ্যে আছে এলাকাজুড়ে রাস্তাঘাটের সংস্কার,পানীয় জলের ব্যবস্থা, দুধপুকুরের সংস্কার, স্নানঘাট নির্মাণ, তীর্থযাত্রীদের জন্য বিশ্রামাগার, স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, তীর্থযাত্রীদের নিরাপত্তা আরো সুনিশ্চিত করার জন্য অতিরিক্ত পুলিশি ব্যবস্থা, সিসিটিভি, ইত্যাদি। আমাদের গড়ে দেওয়া তারকেশ্বর উন্নয়ন কর্তৃপক্ষ এলাকার উন্নয়নে সদা সক্রিয়। সকল ভক্তবৃন্দকে বলব – সাবধানে, আস্তে আস্তে যান। ভাল করে জল ঢেলে নিরাপদে ফিরে আসুন।”

 

প্রসঙ্গত, শ্রাবণী মেলা উপলক্ষ্যে পুণ্যার্থীদের সুবিধার্থে পূর্ব রেল , জুলাই ও আগস্ট মাস জুড়ে হাওড়া – তারকেশ্বরের মধ্যে বিশেষ ট্রেন পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ এবং আগামী রবি ও সোমবার ছাড়া ২০, ২১, ২৭, ২৮, ২৯ শে জুলাই এবং ৩, ৪, ৯, ১০, ১১, ১৫, ১৬, ১৭ এবং ১৮ই আগস্ট বিশেষ EMU লোকাল চালানো হবে। এছাড়া শেওড়াফুলি – তারকেশ্বরের মধ্যে EMU স্পেশাল ট্রেন চলবে।

Latest article