আজ ১৪ই আগস্ট কন্যাশ্রী দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

আজ ১৪ই আগস্ট কন্যাশ্রী দিবস পালন হচ্ছে রাজ্যজুড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কন্যাশ্রী প্রকল্পের সূচনা হয়।

Must read

আজ ১৪ই আগস্ট কন্যাশ্রী দিবস পালন হচ্ছে রাজ্যজুড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কন্যাশ্রী প্রকল্পের সূচনা হয়। ১৮ বছরের আগে যাতে মেয়েদের বিয়ে আটকানো যায়, যেন তাঁরা পড়াশুনো করে স্বনির্ভর হতে পারে, সেই দিকে নজর দিয়েই পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প চালু করেছে। গরিব ঘরের মেয়েদের যাতে টাকার অভাবে কোনভাবেই পড়াশোনা বন্ধ না হয় সেটাই এই প্রকল্পের লক্ষ্য‌। রাষ্ট্রসংঘের জন পরিষেবায় প্রথম স্থান জিতে নিয়েছিল বাংলার “কন্যাশ্রী প্রকল্প”। মোট ৬৩টি দেশের ৫৫২টি প্রকল্প ছিল দৌড়ে। রাষ্ট্রসংঘের পাবলিক সার্ভিস ফোরামের মঞ্চে সেই শিরোপা উঠেছিল বাংলার মাথাতেই।

আরও পড়ুন-অশান্তি হলে দায় বাম-বিজেপির

এই প্রকল্প থেকে বছরে এক বার পাঁচশো টাকা করে বৃত্তি পাওয়া যাবে। ১৮ বছর পর্যন্ত বিয়ে না করে থাকলে ও পড়াশোনা চালিয়ে গেলে এককালীন অনুদান পঁচিশ হাজার টাকা পাওয়া যাবে। এদিন কন্যাশ্রী দিবসে ট্যুইটবার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখেছিলেন, “কন্যাশ্রী দিবসে বাংলার সব মেয়েদের সাফল্য আমি উদযাপন করছি। আমি তাদের কৃতিত্ব, উৎসাহ আর নিষ্ঠার জন্য গর্বিত। কন্যাশ্রী প্রকল্প লক্ষ লক্ষ কিশোরীর স্বপ্ন পূরণে সাহায্য করেছে। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যেই আমাদের সর্বদা কাজ করে যাওয়া উচিত।”

আরও পড়ুন-জঙ্গলমহলে খেলা দিবস পালিত হল

আজ ১৪ই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে সকল কন্যাশ্রী আওতাভুক্তদের শুভেচ্ছা জানিয়েছেন।

Latest article