আজ ৬ই অক্টোবর মহালয়া। মহালয়া কথাটি এসেছে ‘মহত্ আলয়’ থেকে। হিন্দু ধর্মে মনে করা হয় যে পিতৃপুরুষেরা এই সময়ে পরলোক থেকে ইহলোকে আসেন জল ও পিণ্ডলাভের আশায়।প্রয়াত পিতৃপুরুষদের জল-পিণ্ড প্রদান করে তাঁদের ‘তৃপ্ত’ করা হয়।
পৌরাণিক কাহিনী মতে মৃত্যুর পর কর্ণের আত্মা পরলোকে গমন করলে তাঁকে খাদ্য হিসেবে স্বর্ণ ও রত্ন দেওয়া হয়েছিলো। কর্ণ এর কারণ জিজ্ঞাসা করলে তাঁকে বলা হয়, তিনি সারা জীবন স্বর্ণ ও রত্ন দান করেছেন, কিন্তু প্রয়াত পিতৃগণের উদ্দেশ্যে কখনও খাদ্য বা পানীয় দান করেননি। তাই স্বর্গে খাদ্য হিসেবে তাঁকে সোনাই দেওয়া হয়েছে। বিমর্ষ কর্ণ বলেন, তাঁর পিতৃপুরুষ কারা সেটা তো তিনি মৃত্যুর মাত্র একদিন আগেই জানতে পেরেছেন। তার দোষ কোথায়! যমরাজ তখন বোঝেন, সত্যিই তো, এতে কর্ণের কোনো দোষ নেই। এই কারণে কর্ণকে পক্ষকালের জন্য ফের মর্ত্যে ফিরে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করার অনুমতি দেওয়া হয়! এই পক্ষই পিতৃপক্ষ নামে পরিচিত হয়। আর সেই থেকেই হিন্দুদের মধ্যে তর্পণের প্রথা চালু হয়।
আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় বিঘ্ন, বিপুল টাকা ক্ষতি জুকেরবার্গের
এদিন মহালয়া উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে টুইট করে শুভকামনা জানিয়েছেন। তিনি লিখেছেন,
‘মহালয়ার মানেই বহু প্রতীক্ষিত উৎসব মৌসুমের সূচনা। কাউন্টডাউন শুরু হয়েছে!
আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানাই। শুভ মহালয়া!’
The auspicious occasion of Mahalaya marks the beginning of the much-awaited festive season. The countdown has begun!
I extend my heartiest greetings and best wishes to all. Shubho Mahalaya!
— Mamata Banerjee (@MamataOfficial) October 6, 2021