ভারতের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দিন হল ১৫ অগস্ট। ২০০ বছরের পরাধীনতার অন্ধকারের জাল ছিঁড়ে এই দিন স্বাধীনতা অর্জন করেছিল ভারত। এই দিনটিকে শুধুমাত্র ভারতের স্বাধীনতা পাওয়ার দিন হিসেবে উদযাপন করা হয় না, স্মরণ করা হয় ভারতের বীর সন্তানদের, যাঁরা দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন।
আরও পড়ুন-দিঘায় জলোচ্ছ্বাস, উদ্ধার তলিয়ে যাওয়া পর্যটক
১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশদের ২০০ বছরের শাসন থেকে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। ব্রিটিশ শাসনে ভারতীয়দের উপর চালানো হয়েছিল অকথ্য অত্যাচার। এই পরাধীনতার বেড়াজাল থেকে ভারতবাসীদের মুক্ত করতে আত্মবলিদান দিয়েছে বহু বীর। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মহাত্মা গান্ধি, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, রাজগুরু, জহরলাল নেহরু, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, প্রমুখ।
আরও পড়ুন-শহরে জল নামল দ্রুত
আজকের এই বিশেষ দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শুভেচ্ছা জানান নিজের সোশ্যাল মিডিয়াতে।
এদিন টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হলে, ভারতকে অবশ্যই স্বাধীনতার আসল মর্মে জাগ্রত করতে হবে।
আমাদের পূর্বপুরুষদের দৃষ্টিতে সত্য থাকতে হবে এবং আমাদের ভবিষ্যত প্রজন্মের আশা-আকাঙ্ক্ষাকে হৃদয়ে রাখতে হবে।আমার সকল দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা।জয় হিন্দ!’
On the completion of 75 years of Independence, India must awaken to the real essence of Independence.
We must stay true to the vision of our forefathers and keep the aspirations of our future generations at heart.
My heartfelt greetings to all my fellow citizens.
Jai Hind!
— Mamata Banerjee (@MamataOfficial) August 15, 2022