প্ৰতি বছরের সেপ্টেম্বর মাসের ১৪ তারিখে ভারতের হিন্দী প্রধান অঞ্চলে হিন্দি দিবস পালন করা হয়। এই দিবসটি ভারতের কেন্দ্ৰীয় সরকারের কাৰ্যালয়, ফাৰ্ম, বিদ্যালয় এবং অন্যান্য প্ৰতিষ্ঠানে বেশ জাঁকজমকপূর্ণ ভাবেই উদ্যাপন করা হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হল হিন্দী ভাষাকে প্রচার এবং চর্চা করা।
২০০৭ (এবং ২০১০) সালের ন্যাশনাল এনসাইক্লোপেডিনের হিসেবে অনুযায়ী হিন্দী বিশ্বের প্রায় ২৯৫(এবং ৩১০) মিলিয়ন মানুষের মাতৃভাষা এবং হিন্দী বিশ্বের একপ্রকার সবথেকে বেশি ব্যবহৃত ভাষার মধ্যে চতুৰ্থ বলে জানা যায়। একটা সময়ে মহাত্মা গান্ধী হিন্দী ভাষাকে আরো বেশি গুরুত্ব দিতে উঠেপড়ে লাগেন ও তিনি হিন্দীকে রাষ্ট্রীয় ভাষা করার জন্য তৎপর হন।
এদিন হিন্দী দিবস উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে সকল হিন্দীভাষীদের এবং যারা এই ভাষা চর্চাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের সকলকেই শুভকামনা জানিয়েছেন। নিজের ফেসবুক ও টুইটারে তিনি পোস্ট করেছেন এদিনের শুভেচ্ছা জানিয়ে।
हिन्दी दिवस के अवसर पर सभी देशवासियों एवं हिन्दी भाषा के विकास में अपना योगदान दे रहे सभी भाषाविदों को बहुत-बहुत शुभकामनाएं।
— Mamata Banerjee (@MamataOfficial) September 14, 2021