বাংলা কথাসাহিত্যের জগতে উজ্জ্বল নক্ষত্রের মতো আজও জ্বলজ্বল করছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর নাম। বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী হিসেবে তিনি পরিচিত। তিনি ছিলেন বাঙালি লেখক, ঔপন্যাসিক, ও গল্পকার। সেই সময়ের হিন্দু-ব্রাক্ষ্মণ সমাজের গোঁড়ামি ও অস্পৃশ্যতা ও কুসংস্কার নিয়ে সাহিত্যেরচনা করে সমালোচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর থেকে বেশি কেউ করেন নি।
আরও পড়ুন-বিকল্প অর্থনীতির দিশারী জননেত্রী
আজ ১৫ সেপ্টেম্বর এই কথাশিল্পীর জন্মদিন। ১৮৭৬ সালের হুগলি জেলায় দেবানন্দপুরের বেঙ্গল প্রেসিডেন্সিতে এক ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতা একজন ভবঘুরে মানুষ ছিলেন।শরৎচন্দ্র শুধুমাত্র সাহিত্যিক লেখক ছিলেন না। তিনি গায়ক, অভিনেতা, বাদক ও চিকিৎসক ছিলেন।
এদিন তাঁর জন্মদিবস উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন।