অক্ষয় তৃতীয়া উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

এই দিনে বাড়িতে প্রবেশ বা গয়না কেনার মতো কাজগুলি করা হয়। নতুন ব্যবসা শুরু করাও অক্ষয় তৃতীয়ার দিনে খুবই যথোপযুক্ত।

Must read

প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। জানা যায় এই বিশেষ তিথিতে বিবাহ, গৃহপ্রবেশ, শিল্পের মতো সমস্ত শুভ কাজ শুরু করা অত্যন্ত শুভ। জ্যোতিষশাস্ত্রের মতে, অক্ষয় তৃতীয়া উপলক্ষে সূর্য ও চন্দ্র তাদের উচ্চ রাশিতে থাকে।

আরও পড়ুন-ঈদ এর শুভেচ্ছাবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

অক্ষয় তৃতীয়া এমন একটি তিথি যা নাম অনুসারে শুভ। অক্ষয় তৃতীয়াকে শুভ কাজের জন্য সেরা দিনগুলির মধ্যে একটি মনে করা হয়। এই দিনটি সকলের জীবনে সাফল্য নিয়ে আসে বলে মনে করা হয়। এই দিনে বাড়িতে প্রবেশ বা গয়না কেনার মতো কাজগুলি করা হয়। নতুন ব্যবসা শুরু করাও অক্ষয় তৃতীয়ার দিনে খুবই যথোপযুক্ত।

আজকের এই বিশেষ দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

Latest article