উগাদি দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটক রাজ্যের নববর্ষ উৎসব। উগাদি উৎসবের দিনই মহারাষ্ট্রের নিজস্ব নববর্ষ উৎসব গুড়ি পড়ওয়া ও সিন্ধিদের নববর্ষ চেতি চান্দ পালন করা হয়।
হিন্দু পঞ্জিকা সৌরচান্দ্র পঞ্জিকা হওয়ায় এই উৎসব প্রতিবছর এক দিনে পালিত হয় না। প্রতি বছরই দিন পরিবরণ হয়। চৈত্র (মার্চ/এপ্রিল) মাসে যে শকাব্দ শুরু হয় তার প্রথম দিনটি উগাদি হিসেবে পালন করা হয়।
আরও পড়ুন-প্রয়াত বিশিষ্ট শোলা শিল্পী ও সাহিত্যিক অনন্ত মালাকার
আজ ২রা এপ্রিল এই দিনটিকে ধার্য করা হয়েছে। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়াতে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। সকলকে ভালো থাকার কথা বলে সকালেই তিনি পোস্ট করেছেন।