প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

গত ১০ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা হয়।পরীক্ষা শেষ হওয়ার প্রায় সাতষট্টি দিনের মাথায় ঘোষণা হল হাই মাদ্রাসা বোর্ডের ফলাফল।

Must read

শনিবার সল্টলেকের মৌলানা আবুল কালাম আজাদ ভবনে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশ করেন পর্ষদের (WBBME Madrasah Board Madhyamik Result 2025) কর্তারা। উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই! আমি আশা করি তোমরা ভবিষ্যতে আরও সাফল্য পাবে।তোমাদের জীবনের এই বিশেষ দিনটিতে, আমি তোমাদের বাবা-মা, তোমাদের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক – সকলকে ধন্যবাদ জানাচ্ছি।তাঁদের সহায়তাই তোমাদের সাফল্যের চাবিকাঠি।আর যারা আজকে ভালো ফল করতে পারোনি, তাদের আমি বলবো: মন খারাপ করো না। চেষ্টা চালিয়ে যাও। সামনের দিনে তোমরাও অবশ্যই সফল হবে।তোমাদের সবাইকে আবারও আমার অনেক আশীর্বাদ আর শুভ কামনা জানাই। তোমরা সবাই ভালো থেকো।’

আরও পড়ুন-চিন্নাস্বামীতে আজ ধোনি-বিরাট ম্যাচ

পর্ষদের তরফে জানানো হয়েছে, শনিবারই রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্যাম্প অফিস থেকে হাই-মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসার প্রধানদের হাতে হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিলের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে। তারপর পড়ুয়ারা মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন বলে জানানো হয়েছে। বেলা ১২টা থেকে www.wbbme.org এবং http://wbbmeexam.org/marksheet/login – এই দুটি ওয়েবসাইটের ছাত্রছাত্রীরা ফলাফল দেখতে পাবেন। চলতি বছর মাদ্রাসার তিনটি স্তরের (হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল) পরীক্ষা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৫ হাজারের সামান্য বেশি ছিল। গত ১০ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা হয়।পরীক্ষা শেষ হওয়ার প্রায় সাতষট্টি দিনের মাথায় ঘোষণা হল হাই মাদ্রাসা বোর্ডের ফলাফল।

Latest article