পুলিশ দিবস উপলক্ষে সকল পুলিশ সদস্য ও তাদের পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

আজকের এই বিশেষ দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে সকল পুলিশদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Must read

পুলিশের অক্লান্ত পরিশ্রম ও নিরলস ভূমিকাকে কুর্নিশ জানিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত ছিল , প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম দিন ‘পুলিশ দিবস’ (Police Day) পালন করবে রাজ্য সরকার।

আরও পড়ুন-ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “পুলিশের আত্মত্যাগ মনে রাখার মতো। আমরা ছোটখাটো ভুল হয়ে গেলে আমরা তাদের গালাগালি দিই। সারাক্ষণই যেন তারা গোলমাল করছে, আইনশৃঙ্খলা সামলাতে পারছে না। একটা দু’টো ঘটনা যদি ঘটেও যায়, সেটা নিয়ে যাঁরা শুধু নিন্দা বা মিথ্যাসুলভ আচরণ করেন, কথায় কথায় বাংলা পুলিশকে বদনাম করে বেড়ান, আমি তাঁদের বলি, নিজেদের রাজ্যের দিকে তাকিয়ে দেখুন। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাত, দিল্লিতে কী হচ্ছে, তার সঙ্গে তুলনা করলে এ রাজ্যের পুলিশ সেরা। আর কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের থেকেও ভাল কাজ করছে।”

আরও পড়ুন-সম্পত্তি-বিতর্কে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

আজকের এই বিশেষ দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে সকল পুলিশদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি লেখেন, আমি পুলিশ দিবসে আমাদের পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি বিনম্র কৃতজ্ঞতা জানাই। আপনারা বাংলার মানুষকে রক্ষা করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন এবং এই বিশেষ দিনে, আমি আপনার অদম্য চেতনাকে সালাম জানাই। আপনারা সবসময় আমাদের গর্ব !’

 

Latest article