প্রতিবেদন : সময়মতো পরিকাঠামোগত পদক্ষেপ না করায় প্রতি বছর ‘ম্যান মেড’ বন্যা হচ্ছে বাংলায়। অবিলম্বে সংশ্লিষ্ট দফতর পদক্ষেপ করুক কেন্দ্র। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিতে একথা লিখলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। অবিলম্বে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার পরামর্শও দেন মমতা বন্দ্যোপাধ্যায় । অগাস্টে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ার পথে ফোনে মোদির সঙ্গে কথা হয় মমতার। পরে চিঠিও পাঠান তিনি। কিন্তু তার কোনো উত্তর আসেনি বলে অভিযোগ। এবার ৮ জেলার বন্যা পরিস্থিতি ‘ম্যান মেড’ বলে দাবি করে ফের চিঠি পাঠালেন মমতা।
আরও পড়ুন : সূর্য-ঈশানের ব্যর্থতার কারণ ভুল শট নির্বাচন
প্রধানমন্ত্রীকে ৪ পাতার চিঠি দিয়ে সমস্ত পরিস্থিতি জানিয়ে প্রতিকার চান মুখ্যমন্ত্রী। ক্ষোভ উগরে তিনি লেখেন, “সময়ে পরিকাঠামোগত পদক্ষেপ না করায় প্রতি বছর ‘ম্যান মেড’ বন্যা হচ্ছে পশ্চিমবঙ্গে”। সেই সঙ্গে অগাস্ট পাঠানো চিঠির উত্তর না পাওয়ায় উষ্মা প্রকাশ করেন মমতা। “অবিলম্বে সংশ্লিষ্ট দফতর পদক্ষেপ করুক প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে লেখেন মমতা। অগাস্টেও প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতেও ডিভিসি-র বিরুদ্ধে অভিযোগ তুলে এটিকে ‘ম্যান মেড’ বন্যার আখ্যা দেন মুখ্যমন্ত্রী।