দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে টুইট করে ঐক্যের বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি আজকের দিনে বিশেষ গান লিখলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক পেজে গানের লিংক শেয়ার করেছেন। গানটির প্রথম চার লাইন তিনি লিখেছেন। ওই চারটি লাইন হল, ‘এই ধরণীর মাটির বাঁধন/ বাঁধুক জোরে মোদের/ সোনার চেয়েও যে খাঁটি/ দেশটা সবার নিজের।’
আরও পড়ুন – ‘মাতঙ্গিনী হাজরা অসমের?’ প্রধানমন্ত্রীকে তোপ কুণাল ঘোষের
ফেসবুকের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবসে দেশমাতৃকাকে আমার প্রণাম জানাই। আজকের এই শুভদিনে আমার রচনা ও ভাবনায় একটি গান রইল সবার জন্য। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পাড়ুই এবং দেবজ্যোতি বোস। দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বয়ের পরম্পরা এই দেশের গৌরব বৃদ্ধি করেছে। নাগরিক হিসেবে সেই ঐতিহ্য অটুট রাখাই হোক আমাদের আজকের শপথ।’
আরও পড়ুন – ফের ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস, সাংসদদের গাড়িতে প্রাণঘাতী হামলা
প্রসঙ্গত এই গান এবং তাঁর লেখায় সর্বধর্ম সমন্বয়ের বার্তা উঠে এসেছে। অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা এটা তার বিজেপি সরকারের কাছে একপ্রকার বার্তা পৌঁছনো বলেও মনে করছেন। বিজেপির মুখে হিন্দুত্ববাদের কথা শোনা যায়। সেখানে মুখ্যমন্ত্রীর এই বার্তা এই অবস্থায় যে বেশ তাৎপর্যপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না ।