নেত্রীর আনা অভিযোগ ইন্ডিয়ার বৈঠকের ইস্যু

Must read

প্রতিবেদন : ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (এসআইআর) নামে বিপুল সংখ্যক ভোটারদের তালিক থেকে বাদ দেওয়ার প্রথম কড়া বিরোধিতা করেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল এই ইস্যুটিকে সামনে রেখেই ১৯ জুলাই, শনিবার ইন্ডিয়া (INDIA) জোটের বৈঠকে আলোচনা হবে। ২১ জুলাই শহিদ দিবসের কারণে তৃণমূলের প্রতিনিধিরা দিল্লিতে থাকতে পারবেন না। তাই শনিবার ভার্চুয়ালে হবে বৈঠক। কমিশনকে সামনে রেখে বিজেপির নোংরা খেলা বন্ধ করতে একজোট হয়ে সেদিন সিদ্ধান্ত নেবে ইন্ডিয়া জোট (INDIA)।

আরও পড়ুন-আসছেন, আসুন কিন্তু উত্তরগুলো দিয়ে যাবেন

Latest article