মঙ্গলবার লন্ডনের (London) সেন্ট জেমস কোর্ট হোটেলে ১ নম্বর এডওয়ার্ডয়ান হলে উপস্থিত বিদেশি শিল্পপতিদের অভ্যর্থনা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, “যারা প্রথম এগিয়ে আসবে তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে। জ্বালানীতে ছাড় দেব আমরা।” তিনি বলে, “বাংলায় আসুন, বিনিয়োগ করুন, কথা দিচ্ছি খালি হাতে ফিরতে হবে না।” সরাসরি লন্ডন থেকে কলকাতা বিমান চালু হলে তাতে যে পর্যাপ্ত সংখ্যক যাত্রী পাওয়া যাবে সেকথাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এখন প্রতিটি বিমানেই যাত্রী আসন ভর্তি থাকে।”
মাত্র ৮ ঘণ্টার যাত্রাপথ। ব্রেক জার্নির ফলে সেটা ১৮ ঘণ্টা লাগে। সোমবার লন্ডনে ভারতীয় হাই কমিশনে বসে এই কথা উল্লেখ করে সরাসরি বিমান পরিষেবার দাবি জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, লন্ডনের (London) থেকে বাংলা বেশি দূরে নয়। কিন্তু একটা সরাসরি বিমান চাই। এদিন, শিল্পসভায় ফের সেই আর্জি জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ব্রিটিশ এয়ারওয়েজকে বিনীত অনুরোধ। যাঁরা প্রথম আসবেন, তাঁদের জ্বালানিতে ছাড় দেব। অন্ডালে গ্রিন এয়ারপোর্ট চালু হয়েছে। একটাও সিট খালি থাকবে না। আমরা প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছি।”
মুখ্যমন্ত্রী বলেন, “আগে এই বিমান পরিষেবা ছিল। আমরা ক্ষমতায় আসার আগে বন্ধ করে দেওয়া হয়। কেন জানি না। তবে এখন বিমানের সমস্ত আসন ভর্তি থাকে। এই পরিষেবা চালু করলে আপনাদের ব্যবসা বাড়বে। আমরা জ্বালানিতে ছাড় দিয়ে দেব। যারা প্রথম এগিয়ে আসবে তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে।”
মুখ্যমন্ত্রীর কথায়, কলকাতার সঙ্গে লন্ডনের দূরত্ব কিন্তু বেশি নয়। মাত্র ৮ ঘণ্টার যাত্রাপথ। ব্রেক জার্নির ফলে সেটা ১৮ ঘণ্টা লাগল। কিন্তু লন্ডন থেকে একটা সরাসরি বিমান হলে মাত্র ৮ ঘণ্টা লাগবে।