বঙ্গ

সামনে SIR-আড়ালে NRC! বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

বৃহস্পতিবার, নবান্নের সাংবাদিক বৈঠকে বিজেপি থেকে নির্বাচন কমিশন- ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিস্ফোরক অভিযোগ করে মমতা বলেন, SIR সামনে রেখে রাজ্যে NRC চালুর চক্রান্ত করছে কেন্দ্রের বিজেপি সরকার। তীব্র নিশানা করে মমতা বলেন, মোদি সরকারের কাজ শুধু নির্বাচন করা। কমিশনকে বিজেপি নিয়ন্ত্রণ করছে বলেও অভিযোগ করেন বাংলার প্রশাসনিক প্রধান।

আরও পড়ুন-সন্ত্রাসের মাঝে শিল্পের জয়! সাহিত্যে নোবেলজয়ী লাসলো ক্রাসনাহোরকাই

২ নভেম্বর থেকেই রাজ্যে (West Bengal) শুরু হতে পারে SIR। বৃহস্পতিবার কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার BLO ও ERO-AERO দের সঙ্গে বৈঠকে এই ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। তারপরই নবান্নের সাংবাদিক বৈঠক থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বৈঠকের নামে বিএলওদের ডেকে হুমকি দিচ্ছে কমিশন। তাই রাজ্যকে বাদ দিয়ে কয়েকজন অফিসারকে নিয়ে বৈঠক করা হচ্ছে।

আরও পড়ুন-এয়ারফোর্স দিবসে পাকিস্তানকে ‘রোস্ট’ ভারতের

অসম থেকে বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ দেওয়া হয়েছে। পুজোর পরপর নদিয়ার দুই নাগরিক এনআরসি নোটিশ পেয়েছেন। সেই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ”এসআইআরের নামে কেন এনআরসি নোটিশ পাঠাল? কোন অধিকারে বাংলার মানুষকে অসম সরকার এই নোটিশ পাঠাচ্ছে? সামনে এসআইআর আর পিছনে কী? এনআরসি করবেন গায়ের জোরে? পারবেন না কোনওদিন। এসআইআরের নামে ভোট কাটার ষড়যন্ত্র। কেন্দ্রীয় সংস্থাগুলিকে গৈরিকীকরণের চেষ্টা চলছে।” মুখ্যমন্ত্রীর অভিযোগ, আসলে রাজ্যে SIR-এর নামে NRC চালুর চক্রান্ত করছে মোদি সরকার। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “এখনও তো ভোট ঘোষণা হয়নি, তাহলে কীসের ভিত্তিতে এভাবে জেলায় জেলায় বৈঠক করছে কমিশন?” এর পরেই বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেন, “এসআইআরের নাম করে এনআরসি চালু করার চেষ্টা হচ্ছে!” গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বলেন, “এসআইআর শুরুর আগে বিজেপির একজন মন্ত্রী কী করে বলে, দেড় কোটি নাম বাদ দেওয়া হবে। কমিশনের কাছে আমরা নিরপেক্ষতা আশা করি। সরকার, বিরোধী মিলেই গণতন্ত্র। সংবিধানে সাধারণ মানুষের অধিকার রয়েছে, সেটা খর্ব করা বরদাস্ত করব না। এসআইআরের নামে তাড়াহুড়ো করে কারও নাম কাটা হলে, সে রাজবংশী হোক, মতুয়া হোক, একজন ভোটারের নাম বাদ গেলে পাল্টা অ্যাকশন হবে। মনে রাখবেন, বাংলায় প্রতিটি সম্প্রদায়ের মানুষ লড়াকু। তাঁরা লড়াই করে ঠিক নিজেদের অধিকার বুঝে নেবে। আপনারা তাঁদের দমিয়ে রাখতে পারবেন না।”

বুধবারের পর বৃহস্পতিবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মীরজাফর বলে কটাক্ষ করেছেন। একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ, “আমি নিজে শুনেছি, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একটা মিটিংয়ে ইন্সট্রাকশন দিয়ে গেছেন অনেক নাম বাদ দেব। নাম বাদ দেওয়ার ওরা কে?”

এরপরই তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বলেন, “বাঁশের চেয়ে কঞ্চি দড়! রাজ্যের সিইওর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সময় হলে বলব, তিনি নিজে নানা দুর্নীতিতে অভিযুক্ত।”

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

37 seconds ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

24 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

28 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

37 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

42 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

51 minutes ago