বিজেপি নেতার পুজোয় শোভা বাড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প

Must read

দশভুজা মা দুর্গা এক হাতে বিলি করছেন “খাদ্য সাথী” প্রকল্পের চাল এবং আরেক হাতে দিচ্ছেন ‘’লক্ষ্মীর ভান্ডার’’ প্রকল্পের টাকা। গণেশ কৃষকদের হাতে তুলে দিচ্ছেন ‘’কৃষক বন্ধু’’ প্রকল্পের চেক। বিদ্যাদেবী সরস্বতী সর্বশিক্ষা মিশনে ছাত্রছাত্রীদের বই ও খাতা দিচ্ছেন। করোনা মহামারি প্রতিরোধে প্রতিষেধক দিচ্ছেন কার্তিক। এক বিজেপি নেতার পুজোয় এই জাতীয় অভিনব থিমের প্রতিমা তৈরি হয়েছে ।

পূর্ব মেদিনীপুরের এগরার ‘’ফ্রেন্ডন্স ইউনাইটেড ক্লাবে’’র পুজোর থিমে এবার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সামনে এসেছে। ক্লাবের সম্পাদক হলেন জয়ন্ত সাহু। বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর পুজোয় এমন থিম দেখে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। তবে কি ফের পদ্ম ছেড়ে ঘাসফুলের পতাকা হাতে নিতে চলেছেন জয়ন্ত সাহু!

আরও পড়ুন-সপ্তমীতে রাজ্যবাসীর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা

যদিও এই নিয়ে বিজেপি নেতা বলেন, ‘‘আমরা সবাই এই রাজ্যের মানুষ। সংবিধান অনুয়ায়ী রাজ্য সরকারের প্রকল্প পাওয়ার অধিকার সকলের রয়েছে। সেই ধারণা থেকে প্রতিমা সজ্জায় সরকারি প্রকল্পের অনুকরণ করা হয়েছে। এখানে কোনও রাজনৈতিক জল্পনা বা বিতর্ক নেই।’’

Latest article