বিশ্ব পরিবেশ দিবস (world environment day)প্রতি বছর ৫ জুন (June) বিশ্বব্যাপী জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালন করা হয় । এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স শুরু হয়েছিল। এই কনফারেন্স হয়েছিল ১৯৭২ খ্রিষ্টাব্দের ৫ থেকে ১৬ জুন অবধি। এই কনফারেন্স ঐ বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। প্রতি বৎসর এই দিবস পালিত হয়ে আসছে। প্রথম এই দিনটি পালিত হয় ১৯৭৪ খ্রিষ্টাব্দে।
আরও পড়ুন-থিম হাইজ্যাক, তদন্ত চাইলেন কুণাল
আজকের এই বিশেষ দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের সোশ্যাল মিডিয়াতে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
Greetings to all on the World Environment Day! Save the environment : environment gives green life. Green saves: save green, save life.
— Mamata Banerjee (@MamataOfficial) June 5, 2022