শালবনিতে জিন্দলদের ‘পড়ে থাকা’ জমিতে শিল্প গড়বে রাজ্য সরকার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি জানান, শালবনিতে শিল্পের জন্য বাম আমলে জিন্দল গোষ্ঠী যে পরিমাণ জমি পেয়েছিল, সেটার একাংশ অব্যবহৃত হিসেবে পড়ে আছে। ওই অব্যবহৃত অংশে বড় শিল্প গড়ে তুলবে রাজ্য সরকার।
আরও পড়ুন-১১ মিনিটে ১১ কিমি পাড়ি, নজির কলকাতা পুলিশের
শনিবার শালবনিতে তৃণমূল কংগ্রেসের ‘নবজোয়ার কর্মসূচি’ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই শালবনিতে একদিন কিছু ছিল না। জ্যোতিবাবুরা জমি দিয়ে পালিয়ে গিয়েছিলেন। তারপর কিছু হয়েছিল? হয়নি। এই জিন্দলদের কারখানা আমি এসে উদ্বোধন করেছিলাম। আপনাদের একটা ভালো খবর দিই আবার। জিন্দলদের কারখানার জন্য যতটা জমি লেগেছে, সেটা বাদ দিয়ে বাকি যে জমি পড়ে আছে, যেটা কোনও কাজে লাগেনি, সেই জমিটা ওরা আমাদের ফেরত দিচ্ছে। এখানে আমরা একটি বড় ইন্ডাস্ট্রি তৈরি করছি। শালবনিতে আবার একটি বড় ইন্ডাস্ট্রি তৈরি করছি।’