পুরভোটে গণতন্ত্রের জয় বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বিজেপির ও বামফ্রন্টকে খুঁজেও পাওয়া গেল না। মমতা বন্দ্যোপাধ্যায় কামাক্ষার উদ্দেশ্যে রওনা দেবেন আজ। তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসী শুরে জানান , “কলকাতার নাগরিকবৃন্দ যে ভাবে ভোটে আমাদের সমর্থন করেছেন, আমি সকল মা মাটি মানুষকে, আমার প্রণাম অভিনন্দন, সালাম জানাই। ”
মুখ্যমন্ত্রী এদিন ভোটের ফলাফলের পরে আরও বলেন, “আমি এটা মনে করি এই নির্বাচন হয়েছে গণ উৎসবের গণতন্ত্রের জয়। এটাই মানুষ গণতন্ত্রে বেশি আশা করে। নির্বাচন হয়েছে উৎসবের মতো করে। আমি যেহেতু আজ কামাক্ষায় যাচ্ছি তাই যাওয়ার আগে যতটা পারলাম দেখা করে গেলাম।”
আরও পড়ুন-সাংসদ সাসপেন্ড ইস্যুতে বিরোধী ঐক্যে ভাঙন ধরানোর কৌশল, ব্যর্থ হল কেন্দ্র
তৃণমূল কংগ্রেস সুপ্রিমো জানান, “আপনাদের জানিয়ে গেলাম আমরা মা মাটি মানুষের প্রতি ভীষণ কৃতজ্ঞ। মা মাটি মানুষ আমাদের যত সমর্থন করবেন আমরা তত মা মাটি মানুষের কাছে মাথা নত করে আমরা আরও বেশি করে কাজ করব। কলকাতা আমাদের গর্ব। বাংলা আমাদের গর্ব। কলকাতা এবং বাংলা সারা দেশকে পথ দেখিয়ে গর্বের দিকে নিয়ে যাবে। এটা আমরা বিশ্বাস করি।”
আরও পড়ুন-এমপি কাপের শেষ আটে পাত্র ও হরিণডাঙা
যদিও এখনও কলকাতা পুরভোটের গণনা শেষ হয়নি। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত, ১৩৩ টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস, বিজেপি ৩ টি, বাম ৩ টি, কংগ্রেস ২টি ও অন্যান্য ৩ টি।