শ্যামবাজার থেকে স্বামীজির বাড়ি জনস্রোত শহরে

Must read

প্রতিবেদন : বুধবার শ্যামবাজারে জনসাধারণের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) একঝলক দেখার জন্য জনসমুদ্রে পরিণত হয়েছিল শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিটের রাস্তা। বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ পায়ে হেঁটে শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। ট্রাম লাইনের ওপর দিয়ে সাধারণ মানুষের ভালবাসা ও সমর্থন নিয়ে হনহনিয়ে হেঁটে যান জননেত্রী। তাঁর সঙ্গে এ-দিন পা মিলিয়েছিলেন উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, শশী পাঁজা, প্রাক্তন সাংসদ শান্তনু সেন, কুণাল ঘোষ-সহ অন্য নেতৃত্বরা। নিরাপত্তার কারণে রাস্তার দু-ধারে ব্যারিকেড তৈরি করা হয়েছিল। কিন্তু আবেগের টানে সেই ব্যারিকেড টপকে অনেকেই মুখ্যমন্ত্রীর কাছে আসতে চান। অনেক সময় আবার তৃণমূল নেত্রীকেও দেখা গিয়েছে ব্যারিকেডের দিকে এগিয়ে যেতে। মঙ্গলবার এই পথেই রোড-শো করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু তাঁর রোড-শোয়ে যে পরিমাণ লোক হয়েছিল তাকে বলে বলে গোল দিয়েছে আজকের মুখ্যমন্ত্রীর রোড-শো।

আরও পড়ুন-বাংলায় বেশি জিতবেন? তবে কি ইউপি-বিহারে হারছেন: নেত্রী

Latest article