কিছুদিন আগে ঘুরে এলেন তবু আবার জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। এই সপ্তাহে তিনি গিয়েছিলেন মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এবার তাঁর গন্তব্য পুরুলিয়া (Purulia) ও বাঁকুড়া (Bankura)। দু’দিনের জেলা সফরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আগেই তিনি জানিয়েছেন যেখানেই যাবেন প্রশাসনিক সভা করবেন, করবেন কর্মিসভা। সেই মতো তিনি নিজের কর্মসূচি তৈরী করবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-রাজীব গান্ধীর প্রয়াণ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য
তৃণমূল (TMC) নেতৃত্ব সূত্রে খবর, ৩১ মে সকাল ১০টা নাগাদ পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভা রয়েছে। তবে প্রশাসনিক বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পুরুলিয়া জেলা প্রশাসন। পুরুলিয়ার কয়েকটি মাঠ পরিদর্শনের পরেই কর্মিসভার স্থল চূড়ান্ত করবেন জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া। পুরুলিয়া থেকে মুখ্যমন্ত্রীর বাঁকুড়ায় যাওয়ার কথা। ৩১ মে দুপুরে বাঁকুড়ায় পৌঁছবেন। ১ জুন সেখানে কর্মিসভা করবেন তৃণমূল সুপ্রিমো।