প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata_model) প্রকল্পের চর্চা নিউ ইয়র্কেও। মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলি সদ্য-জেতা জোহরান মামদানির প্রচার আলো করেছিল। একদিকে মানুষের জন্য বিশেষত, শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা-পরিষেবার প্রতিশ্রুতি দিয়েছেন। যা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের থেকে তাঁকে বেশ কয়েক ধাপ এগিয়ে দিয়েছে। ঠিক যেভাবে নরেন্দ্র মোদির বেছে বেছে মানুষকে আয়ুষ্মান ভারত দেওয়ার বদলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata_model) দিয়েছেন সার্বজনীন স্বাস্থ্যসাথী প্রকল্প। তার থেকে এক ধাপ পিছিয়ে শুধুমাত্র শিশুদের, কোনও বিভেদ ছাড়াই, বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র। নিউ ইয়র্ক শহরের বাসস্থানের দুর্মূল্যতার কথা। তিনি জোর দিয়েছেন নাগরিকদের ব্যয়বহুল বাসস্থানে, ভাড়া বাড়ির পরিবর্তে কম খরচে বাসস্থানের সংস্থান করায়। এখানে বাংলার মুখ্যমন্ত্রীর শহরের আবাস, উত্তরণ প্রকল্পের সঙ্গে মিল রেখেছেন জোহরান মামদানি। সাধারণ নাগরিকদের মৌলিক চাহিদা— খাদ্য, বাসস্থানে জোর দিয়েই মানুষের মনে দাগ কেটেছেন। পাশাপাশি খাদ্যের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর সুফল বাংলা মডেলের সঙ্গে তাল মিলিয়ে নিউ ইয়র্ক শহরের পাঁচটি বরো এলাকায় প্রশাসন-পরিচালিত বাণিজ্য কেন্দ্র করার প্রতিশ্রুতি দেন তিনি। রাজনীতিকেরা বলছেন, বিশ্বরাজনীতিতে মুখ্যমন্ত্রীর দেখানো পথের প্রাসঙ্গিকতা স্পষ্ট হয়েছে। এটা গর্বের।

