‘এটা আপনি ঠিক করেননি’ ট্রাম্পকে ফোন মামদানির

Must read

প্রতিবেদন : একেই বলে বুকের পাটা! সরাসরি ট্রাম্পকে ফোন তুলে জোহরান মামদানি (mamdani) বলে দিলেন ভেনেজুলেয়া নিয়ে যা করছেন তা ঠিক নয়। তিনি যখন ট্রাম্পকে একথা বলছেন, তখন হোয়াইট হাউস চত্বর-সহ দেশের ১০০টি শহরে ট্রাম্পের ঔদ্ধত্যের বিরুদ্ধে মানুষ মিছিল করছেন। সকলের স্পষ্ট কথা, মার্কিন প্রেসিডেন্ট এই স্বৈরাচারী আচরণ করতে পারেন না। মামদানি জানিয়েছেন, আজ সকালে আমাকে জানানো হয়েছে যে আমেরিকার সেনাবাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করেছে এবং তাঁদের নিউইয়র্ক সিটিতে ফেডারেল হেফাজতে রাখার পরিকল্পনা করেছে। কোনও সার্বভৌম দেশের ওপর একতরফা সামরিক হামলা যুদ্ধ বা ফেডারেল ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের সমান। এভাবে গায়ের জোরে সরকার পরিবর্তনের চেষ্টা শুধু বিদেশের মানুষদেরই প্রভাবিত করে না। এটি নিউইয়র্কের বাসিন্দাদের জীবনেও সরাসরি প্রভাব ফেলে। বিশেষ করে লক্ষাধিক ভেনেজুয়েলানদের উপর, যাঁরা এই শহরকে নিজেদের ঘর বলে মনে করেন। তাঁদের নিরাপত্তা এবং প্রতিটি নিউইয়র্কবাসীর নিরাপত্তাই আমার প্রধান অগ্রাধিকার। আমার প্রশাসন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজন অনুযায়ী প্রাসঙ্গিক নির্দেশনা জারি করবে। তবে শুধুমাত্র নিউ ইয়র্ক জুড়েই যে বিক্ষোভ হচ্ছে তা নয়। এই ঘটনার পরেই কার্যত একশোরও বেশি শহরে শুরু হয়েছে বিক্ষোভ।

আরও পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলাদের ঘরে বন্দি করো! বিজেপিকে তোপ দাগলেন অভিষেক

Latest article