নারকীয়কাণ্ড লন্ডনের (London Murder) রাস্তায়। দিবালোকে বাসস্টপে ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধাকে কুপিয়ে খুন। নিহত মহিলার নাম অনীতা মুখে (৬৬)। তিনি ন্যাশনাল হেলথ সার্ভিসে মেডিক্যাল সেক্রেটারির পদে কর্মরত ছিলেন। গত সপ্তাহে তিনি লন্ডনের এডগার অঞ্চলের একটি বাসস্টপে দাঁড়িয়ে থাকার সময় তাঁর উপরে আচমকাই হামলা চালায় অভিযুক্ত তরুণ। ছুরির দিয়ে আঘাত হানে বুকে ও গলায়। সঙ্গে সঙ্গে পুলিশের কাছে খবর গেলে দ্রুত এয়ার অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানো হয় তাঁকে। শুরু হয় চিকিৎসা। কিন্তু বাঁচানো যায়নি অনীতাকে।
আরও পড়ুন-১০ বছরেও ভীমা-কোরেগাঁও মামলা শেষ হবে না: সুপ্রিম কোর্ট
এভাবে হামলা হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় (London Murder)। তবে অভিযুক্তকে আটক করা হয়েছে। তাঁর বয়স ২২ বছর। অভিযুক্তকে ইতিমধ্যেই ওল্ড বেলি আদালতে তোলা হয়েছিল। মামলার পরবর্তী শুনানি অগাস্টে। তার বিরুদ্ধে খুনের অভিযোগ এবং বেআইনি অস্ত্র রাখার অভিযোগও আনা হয়েছে।