মউ, রাজ্যে ম্যান সিটি ফুটবল স্কুল

Must read

কুণাল ঘোষ, লন্ডন (মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী): পশ্চিমবঙ্গের ক্রীড়া সংস্কৃতিকে বিশ্বের মঞ্চে পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি (Man City Football) এবার কলকাতায় ফুটবল স্কুল খুলতে চলেছে। মঙ্গলবারই হল মউ স্বাক্ষর। মউ স্বাক্ষরে টেকনোর পক্ষে হাজির ছিলেন সত্যম রায়চৌধুরীর ছেলে দেবদূত রায়চৌধুরী। টেকনো ইন্ডিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর মুখ্যমন্ত্রীর হাতে ম্যান সিটির জার্সি তুলে দেওয়া হয়। কলকাতার ফুটবলপ্রেম ও ঐতিহ্যের কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ম্যান সিটির (Man City Football) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী বলেন, দ্রুত সিদ্ধান্ত, দ্রুত কাজ হয়েছে। দুটি বিশ্ববিদ্যালয় করতে গিয়ে দেখেছি এটা। বাংলায় প্রথম স্পোর্টস স্কুল হবে। আজ মউ স্বাক্ষর। ভারতীয় ফুটবলের উন্নতিতে টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতায় স্থাপন করতে চলেছে ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল স্কুল। টেকনো ইন্ডিয়ার পড়ুয়াদের ফুটবলে ট্রেনিং দেবেন ম্যান সিটির কোচরাই। আধুনিক মানের পরিকাঠামো, উন্নত মানের ট্রেনিংয়ে তরুণ ফুটবলার গড়ে তোলাই হবে এই ফুটবল স্কুলের মূল লক্ষ্য। স্কুল চালু হওয়ার সময়ই ইংল্যান্ড থেকে দক্ষ কোচেদের নিয়ে আসা হবে।

আরও পড়ুন-ব্রিটেনের শিল্পমহল : বাংলায় কাজের অভিজ্ঞতা ভাল

Latest article