দিন কয়েক আগে ‘পুষ্পা ২’র (Pushpa 2) প্রিমিয়ারে পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল। এবার অন্ধ্রপ্রদেশের প্রেক্ষাগৃহে পুষ্পা ২ ছবি চলাকালীন যুবকের দেহ উদ্ধার। এই ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য।
অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রায়াদুরুগাম শহরের প্যালেস সিনেমা হলে মৃত ৩৫ বছর বয়সী যুবকের নাম মদানাপ্পা। উদেগোলাম গ্রামের বাসিন্দা পেশায় ছিলেন শ্রমিক। অভিযোগ, ‘পুষ্পা ২’র (Pushpa 2) ম্যটিনি শোয়ে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ছবি চলাকালীন সিনেমা হলের মধ্যেই মদ্যপান করেন মদানাপ্পা।
আরও পড়ুন- ওয়েটিং লিস্টে থাকা ২৬০০ প্রার্থীর কাউন্সেলিং ১৭ ডিসেম্বর থেকে! বিজ্ঞপ্তি SSC-র
সন্ধেয় সাফাইকর্মীরা হল পরিষ্কার করতে এলে যুবকের মৃতদেহ দেখতে পান। দেহ পোস্টমর্টমে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এখনও পুলিশের হাতে আসেনি। তবে কীভাবে মৃত্যু হল যুবকের তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই বিশ্বজুড়ে আটশো কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে ‘পুষ্পা ২’।