বন্ধুকে খুন করে দেহ ৬ টুকরো

পরিণতিতে দীর্ঘদিনের বন্ধুকে ইঞ্জেকশন দিয়ে খুন করে তাঁর দেহ ৬ টুকরো করে প্লাস্টিকের ড্রামে ভরে পরিত্যক্ত জমিতে ফেলে দিয়ে এল এক কাঠের মিস্ত্রি।

Must read

জলন্ধর: টাকা-পয়সা নিয়ে গন্ডগোল। পরিণতিতে দীর্ঘদিনের বন্ধুকে ইঞ্জেকশন দিয়ে খুন করে তাঁর দেহ ৬ টুকরো করে প্লাস্টিকের ড্রামে ভরে পরিত্যক্ত জমিতে ফেলে দিয়ে এল এক কাঠের মিস্ত্রি।

আরও পড়ুন-১ ফেব্রুয়ারি রবিবারই বাজেট পেশ সংসদে

ঘটনাটি ঘটেছে, পাঞ্জাবের জলন্দরে। হত যুবকের নাম দবিন্দর কুমার। পেশায় গ্রাফিক্স ডিজাইনার। মঙ্গলবার মুম্বই থেকে ফিরে লুধিয়ানায় গিয়েই দেখা করেন পুরনো বন্ধু সামশেরের সঙ্গে। তারপরেই রহস্যজনকভাবে নিখোঁজ হন দবিন্দর। পুলিশ জানিয়েছে, সামশের তাঁকে খুন করে টুকরো টুকরো দেহ ফেলে দিয়েছে বাইপাসের ধারে। বৃহস্পতিবার উদ্ধার হয়েছে প্লাস্টিকের ড্রামে ভরা ৬ টুকরো দেহ। গ্রেফতার করা হয়েছে সামশের ও তাঁর স্ত্রী কুলদীপ কৌরকে।

Latest article