প্রতিবেদন: ভয়ঙ্কর কাণ্ড যোগীরাজ্যে (Uttar Pradesh Murder)। প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করে তাঁর দেহ ৭ টুকরো করে কেটে বস্তায় ভরে কুয়োতে ফেলে দিল গ্রামের প্রাক্তন প্রধান। নৃশংস এই ঘটনাটি (Uttar Pradesh Murder) ঘটেছে ঝাঁসিতে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রেমিকা রচনা প্রেমিক সঞ্জয়কে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল। দুই সন্তানের বাবা সঞ্জয় তাই রচনাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ফন্দি আঁটে। গত ৯ অগাস্ট তাঁকে খুন করে। মাথা ও পা ফেলে দেয় লখেরি নদীতে। কয়েকদিন আগে ঝাঁসিতে উদ্ধার হয় ৩৫ বছরের রচনার মুণ্ডহীন দেহ। এই শিউরে উঠেছে গোটা এলাকা। দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন-সংসদীয় গণতন্ত্র, নিরপেক্ষতা রক্ষায় অগ্রাধিকার: রেড্ডি