উত্তরপ্রদেশের (UttarPradesh) আজমগড় জেলার চাকিয়া মুস্তাফাবাদ গ্রামে পারিবারিক হিংসার ফলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল এক বৃদ্ধা ও চার বছরের শিশুর। তাঁদের খুন করে আত্মঘাতী হলেন পরিবারের এক সদস্য। তবে এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সাত বছরের একটি শিশু। তবে এই ব্যক্তির স্ত্রী নিখোঁজ বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম নীরজ পাণ্ডে। পেশায় তিনি একজন পেট্রোল পাম্প কর্মী। নীরজ বারাণসী থেকে সোমবার গ্রামে ফিরে মঙ্গলবার দুপুরে হঠাৎ বন্দুক দিয়ে গুলি চালান নিজের পরিবারের দিকে।
আরও পড়ুন-হাওড়া পুরনিগমে গাছ ভেঙে মৃত দুই কর্মী
নীরজ প্রথমে তাঁর মা চন্দ্রকলা, চার বছরের ছেলে সার্থক এবং সাত বছরের মেয়ে সুবহির দিকে গুলি চালান। এরপর নিজেকেও গুলি করেন। গুলির শব্দে প্রতিবেশীরা ছুটে এসে বাকিদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করে। তবে রীতিমত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে সাত বছরের ছোট্ট সুবহি।
আজমগড়ের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে ঘটনার সময় নীরজ নেশাগ্রস্ত ছিলেন এবং পারিবারিক অশান্তির ফলেই এই ঘটনা ঘটিয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে তবে সেটা তিনি কোথায় পেয়েছেন সেই সম্পর্কে এখনও জানা যায় নি। এই ঘটনায় নীরজের স্ত্রী কোথায় ছিলেন, সেই বিষয়টিও এখনও স্পষ্ট নয়। সমস্ত দিক খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্তপ্রক্রিয়া চলবে।