ম্যান মেড বন্যা: ডিভিসির বিরুদ্ধে মোদির কাছে গর্জে উঠলেন মমতা

Must read

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ‘ম্যান মেড’ বন্যার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে বুধবার মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের তরফে রাজ্যকে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন-ব্রোঞ্জেই থামলেন লভলিনা, অভিনন্দন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

সেখানে মোদি জানতে চান, পশ্চিমবঙ্গে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে কি না। এর উত্তরে মুখ্যমন্ত্রী জানান, “অতিরিক্ত বৃষ্টি হচ্ছে না। কিন্তু ডিভিসি অতিরিক্ত জল ছাড়ার ফলে এই বন্যা দেখা দিয়েছে। এটা man-made।” এদিন সরাসরি প্রধানমন্ত্রীর কাছে এই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, ডিভিসি জলাধারের পলি পরিষ্কার করা হয় না। সেটা হলে ডিভিসির ৩টি জলাধারে অতিরিক্ত ২ লক্ষ কিউসেক জল ধরত। অতিরিক্ত জল ছাড়তে হত না বলে দাবি মুখ্যমন্ত্রীর। তিনি অভিযোগ করেন, “৫৪ হাজার কিউসেক জল ছাড়ব বলে ডিভিসি ২ লক্ষ কিউসেক জল ছেড়েছে”।

আরও পড়ুন-খারাপ আবহাওয়ার জের : বাতিল কপ্টারে পরিদর্শন, সড়কপথেই বিধ্বস্ত এলাকায় মুখ্যমন্ত্রী

টানা বৃষ্টি, খারাপ আবহাওয়ার কারণে আকাশপথে পরিদর্শন বাতিল করে সড়কপথেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হাওড়া গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সড়ক পথে যেতে পারেন খানাকুলের দিকেও।

 

Latest article