মহিলাদের প্রতি সামগ্রিক মানসিকতা বিজেপি শাসিত রাজ্যগুলিতে কীভাবে তলানিতে এসে ঠেকেছে ফের একবার প্রমাণ মিলল বিজেপির ত্রিপুরায় (tripura rape)। ১৪ মাসের শিশুকে ধর্ষণ করে খুন করার ঘটনায় চাঞ্চল্য পানিসাগর এলাকায়। শিশুর দেহ খেতে পুঁতে দিয়ে অসমে পালিয়ে যায় অভিযুক্ত। পরে অসম থেকে তাকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ।
বিজেপি শাসিত ত্রিপুরায় (tripura rape) আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা গুরুতর সম্প্রতি তার প্রমাণ মিলেছে তৃণমূল সদর দফতর ভাঙচুরের ঘটনায়। পুলিশের উপস্থিতিতে বিজেপির নেতা, বিধায়করা ভাঙচুর চালালেও কোনও পদক্ষেপ নিতে ব্যর্থ ত্রিপুরা পুলিশ। সেই ব্যর্থতা সুযোগ নিয়ে এবার মর্মান্তিক ঘটনা পানিসাগরে। এবার ধর্ষণ-খুন হতে হল ১৪ মাসের শিশুকে।
আরও পড়ুন-অবাক হওয়ার কিছু নেই ওরা এরকমই নারীবিদ্বেষী
শনিবার ত্রিপুরার পানিসাগর এলাকায় প্রতিবেশীর এক শিশুকে ঘোরানোর জন্য নিয়ে যায় এক শ্রমিক যুবক। শিশুটি অসমের শিলচরের বাসিন্দা। ত্রিপুরায় নিজের মামার বাড়িতে গিয়েছিল বেড়াতে। অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে খুন করে পাশের ধানের জমিতে পুঁতে দেয়।
প্রায় তিনঘণ্টা পরেও শিশুটি বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে পরিবার। ততক্ষণে অভিযুক্ত পালিয়ে গিয়েছিল। গ্রামের প্রায় দেড়শো মানুষ শিশুটির খোঁজ শুরু করে। পরে তার দেহ ধানের জমি থেকে উদ্ধার হয়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। এরপরই পুলিশ অভিযুক্তের খোঁজ শুরু করে। অসমের নিলামবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।