দু’গোলে পিছিয়েও ড্র করল ম্যান ইউ

দু’গোলে পিছিয়ে পডে মরিয়া হয়ে ঝাঁপিয়েছিলেন র‍্যাশফোর্ডরা। ৬২ মিনিটে দুর্দান্ত হেডে বল জালে জড়িয়ে দিয়ে ব্যবধান ১-২ করেন র‍্যাশফোর্ড

Must read

ম্যাঞ্চেস্টার, ৯ ফেব্রুয়ারি : লিডস ইউনাইটেডের বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে পড়েও নাটকীয়ভাবে এক পয়েন্ট ছিনিয়ে নিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরুর হওয়ার এক মিনিটের মধ্যেই পিছিয়ে পড়েছিলেন মার্কাস র‍্যাশফোর্ডরা। লিডসের হয়ে গোলটি করেন উইলফ্রেড ননতো। এর পর গোল শোধের জন্য মরিয়া চেষ্টা করেও প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি ম্যান ইউ। উল্টে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার মিনিট তিনেকের মধ্যেই ফের গোল হজম করে বসে এরিক টেন হ্যাগের ফুটবলাররা। এবার আত্মঘাতী গোল করেন ম্যান ইউয়ের ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারান।

আরও পড়ুন-স্কোরবোর্ড, প্রথম দিন

দু’গোলে পিছিয়ে পডে মরিয়া হয়ে ঝাঁপিয়েছিলেন র‍্যাশফোর্ডরা। ৬২ মিনিটে দুর্দান্ত হেডে বল জালে জড়িয়ে দিয়ে ব্যবধান ১-২ করেন র‍্যাশফোর্ড। প্রিমিয়ার লিগে ঘরের মাঠে এ নিয়ে টানা ছ’ম্যাচে গোল পেলেন তিনি। এই গোলের পর লিডসের রক্ষণে আরও চাপ বাড়ায় ম্যান ইউ। ৭০ মিনিটে জর্ডান স্যাঞ্চোর গোলে ২-২ করে দেয় তারা। এই ম্যাচ ড্রয়ের সুবাদে ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকার তৃতীয় স্থানে রইল ম্যান ইউ।

Latest article