ম্যাঞ্চেস্টার : পরিস্থিতি যাই হোক না কেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) ছাড়বে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, পতুর্গিজ মহাতারকাকে নিয়ে আগ্রহ দেখিয়েছে চেলসি। কিন্তু ম্যান ইউ কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, রোনাল্ডো বিক্রির জন্য নয়।
আরও পড়ুন: মানুষের কথা শুনতে গ্রামে গ্রামে বিধায়ক
প্রসঙ্গত, ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে চান রোনাল্ডো। তিনি ইতিমধ্যেই ক্লাব কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন, কোনও দল আসন্ন মরশুমে তাঁকে নিতে চাইলে যেন ছেড়ে দেওয়া হয়।
এদিকে, ম্যান ইউয়ের সঙ্গে রোনাল্ডোর (Cristiano Ronaldo) চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি রয়েছে। তাই তাঁকে নিতে গেলে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে। যদিও চেলসি-সব বেশ কয়েকটি ক্লাব পর্তুগিজ মহাতারকাকে পেতে আগ্রহী। ৩৭ বছর বয়সি রোনাল্ডো গত মরশুমে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। তাই কোনও মূল্যেই তাঁকে হাতছাড়া করতে রাজি নয় ম্যান ইউ কর্তৃপক্ষ।