ম্যাঞ্চেস্টার, ১৬ ডিসেম্বর : চলতি মরশুমের সবথেকে রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী রইল প্রিমিয়ার লিগ। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে বোর্নমাউথের সঙ্গে ৪-৪ ড্র করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড! ৮ গোলের ৯০ মিনিটের এই থ্রিলারকে মরশুমের সেরা ম্যাচ বলে চিহ্নিত করেছেন প্রাক্তন তারকা তথা ফুটবল বিশেষজ্ঞ জেমি ক্যারাঘার।
আরও পড়ুন-রাজধর্ম পালন মুখ্যমন্ত্রীর
ম্যাচটা যে এভাবে রোমাঞ্চকর মোড় নেবে, সেটা কিন্তু শুরুতে বোঝা যায়নি। বরং ১৩ মিনিটেই আমাদ দিয়ালোর গোলে এগিয়ে যায় ম্যান ইউ। তবে ৪০ মিনিটে ১-১ করে দিনে বোর্নমাউথের আন্তোন সেমেনিও। সংযুক্ত সময়ে কাসেমিরোর গোলে ফের ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে মাঠ ছেড়েছিল ম্যান ইউ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক নাটক! ৪৬ মিনিটে ২-২ করেন বোর্নমাইথের এভানিলসন। এরপর ৫২ মিনিটে মার্কাস তাবেরনিয়েরের গোলে প্রথমবারের মতো ম্যাচে লিড নেয় বোর্নমাউথ। কিন্তু নাটকের তখনও বাকি ছিল। ৭৭ মিনিটে অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজের গোলে ৩-৩ করে ফেলে ম্যান ইউ। দু’মিনিট পরেই মাথেউস কানহার গোলে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় ম্যান ইউ।
ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারিতে হাজির ম্যান ইউয়ের সমর্থকরা যখন একটা রুদ্ধশ্বাস জয়ের স্বপেন বিভোর। ঠিক তখনই ফের নাটকীয় মোড় নেয় ম্যাচ। ৮৪ মিনিটে ১৯ বছর বয়সি ফরাসি স্ট্রাইকার এলি জুনিয়র ক্রুপির গোলে ৪-৪ করে ফেলে বোর্নমাউথ। ম্যাচের বাকি সময় আর কোনও গোল হয়নি। অবশ্য শেষ দিকে বোর্নমাউথের ডেভিড ব্রুকসের দু’টি শট ম্যান ইউ গোলকিপার সেনে ল্যামেন্স দক্ষতার শীর্ষে উঠে রুখে না দিলে, এক পয়েন্টের বদলে খালি হাতে মাঠ ছাড়তে হত ব্রুনোদের। এদিনের ড্রয়ের পর, ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের ছ’নম্বরে রইল ম্যান ইউ। ঘরের মাঠে এই নিয়ে শেষ তিন ম্যাচে জয় অধরাই রইল ম্যান ইউয়ের। ম্যাচের পর কোচ রুবেন আমোরিম বলেছেন, দারুণ উপভোগ্য একটা ম্যাচ হল। তবে ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। ভাল খেলেও ঘরের মাঠে টানা তিনটে ম্যাচ জিততে পারলাম না আমরা। এটা হতাশাজনক।
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…