প্রয়াত ম্যান ইউর কিংবদন্তি ডেনিস

১৯৬৪ সালে একমাত্র স্কটিশ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জেতেন ডেনিস ল। দেশের হয়ে ১৯৭৪ বিশ্বকাপ খেলে অবসর নেন।

Must read

লন্ডন, ১৮ জানুয়ারি : প্রয়াত ডেনিস ল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও স্কটল্যান্ডের কিংবদন্তি ফুটবলারের বয়স হয়েছিল ৮৪ বছর। চার বছর ধরে ভুগছিলেন ডিমেনশিয়ায়। টানা ১১ বছর ম্যান ইউয়ের হয়ে খেলেছিলেন। সেন্টার ফরোয়ার্ড ছিলেন। ক্লাব কেরিয়ারে ৪০৪ ম্যাচে রয়েছে ২৩৭ গোল। স্কটল্যান্ডের হয়ে ৫৫ ম্যাচে ৩০ গোল। ভক্তদের কাছে পরিচিত ছিলেন ‘দ্য কিং’ নামে।

আরও পড়ুন-চোটে রঞ্জি ট্রফিতে নেই বিরাট ও রাহুল

১৯৬৪ সালে একমাত্র স্কটিশ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জেতেন ডেনিস ল। দেশের হয়ে ১৯৭৪ বিশ্বকাপ খেলে অবসর নেন। ১৯৬২ থেকে ১৯৭৩ পর্যন্ত রেড ডেভিলসের জার্সিতেই খেলেন তিনি। জর্জ বেস্ট এবং স্যার ববি চার্লটনের সঙ্গে ডেনিসের ত্রিফলা আক্রমণে তখন নাজেহাল হতেন ডিফেন্ডাররা। এই ত্রিফলা প্রচুর সাফল্য এনে দেয় ইউনাইটেডকে। ওল্ড ট্র্যাফোর্ডে রয়েছে ডেনিসের মূর্তিও। ক্লাবের প্রাক্তন তারকার প্রয়াণে শোকস্তব্ধ ম্যান ইউ। শোকবার্তায় তারা লিখেছে, ‘‘ক্লাবের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার ডেনিস ল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড পরিবার শোকস্তব্ধ। প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন তিনি।’’

Latest article