লন্ডন, ১৩ জানুয়ারি : আর্সেনালকে টাইব্রেকারে হারানোর পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ (Coach) রুবেন আমোরিম তাঁর দলের গোলকিপার আলতায়ের বায়িন্দিরের প্রশংসা করে বলেছেন, ওই আমাদের হিরো।
রেড ডেভিলসরা রবিবারের ম্যাচে আর্সেনালকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে। টাইব্রেকারে খেলার মীমাংসা হয়েছে, কারণ নির্ধারিত ৯০ মিনিট ও তারপর অতিরিক্ত ৩০ মিনিট খেলা হওয়ার পরও খেলার ফল ছিল ১-১। এরিক টেন হ্যাগের বিদায়ের পর আমোরিম ম্যান ইউয়ের দায়িত্ব নিয়েছেন। দশ জনে খেলেও দল যেভাবে জয় ছিনিয়ে এনেছে, তিনি তার প্রশংসা করেছেন। ম্যান ইউ কোচ বলেন, এরকম কঠিন জয়ের মধ্যে দিয়েই দলের আসল চরিত্র ধরা পড়েছে। তাঁরা চতুর্থ রাউন্ডে লেস্টার সিটির সঙ্গে খেলবেন।
আরও পড়ুন-সীমান্তে চরম বিশৃঙ্খলা, গুলি কোচবিহারে
এই ম্যাচে আধ ঘন্টারও বেশি সময় দশজনে খেলতে হয়েছে ম্যান ইউকে। দিয়েগো দালোতের জোড়া হলুদ কার্ড হওয়ায় তাঁকে মাঠের বাইরে যেতে হয়। কিন্তু আর্সেনাল সেই সুযোগ নিতে পারেনি। এই হারে আর্সেনালের অবস্থা আরও খারাপ হল। তারা এর আগে লিগ কাপের প্রথম সেমিফাইনালে নিউক্যাসলের কাছে হেরেছে। কোচ মাইকেল আর্তেতা বলেছেন, আমরা যা খেলেছি তাতে জেতা উচিত ছিল। কিন্তু বাস্তব এটাই যে, আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছি।