চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল ম্যান ইউ

জয়ের ডাবল হ্যাটট্রিক রিয়ালের

Must read

ম্যাঞ্চেস্টার, ১৩ ডিসেম্বর : মাঠে নামার আগে ব্রুনো ফার্নান্ডেজদের সামনে অঙ্কটা ছিল পরিষ্কার। এক— বায়ার্ন মিউনিখকে হারাতেই হবে। দুই— গালাতাসারে বনাম কোপেনহেগেন ম্যাচটা যেন ড্র হয়। কিন্তু বাস্তবে একটাও ঘটল না! ঘরের মাঠে বায়ার্নের কাছে ০-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ (Champions League) থেকে ছিটকে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড । অন্য ম্যাচে গালাতাসারেকে ১-০ গোলে হারিয়ে বায়ার্নের সঙ্গে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে উঠে গেল কোপেনহেগেন।
বিরতির আগেই চোট পেয়ে মাঠ ছাড়েন ম্যান ইউয়ের দুই ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের ও লুক শ। তখনই বোঝা গিয়েছিল এরিক টেন হ্যাগের দলের কপালে দুঃখ রয়েছে। আর ৭০ মিনিটে হ্যারি কেনের পাস থেকে কিংসলে কোম্যানের গোল ম্যান ইউয়ের বিদায় নিশ্চিত করে দেয়। গোটা ম্যাচে বায়ার্ন রক্ষণকে একবারের জন্যও চাপে ফেলতে পারেনি ম্যান ইউ। ফলে মাঠ ছাড়ার সময় টেন হ্যাগের ফুটবলারদের কপালে জুটেছে সমর্থকদের বিদ্রুপ। ৬ ম্যাচে মাত্র একটি জয়, হার চারটিতে, ড্র একটি। মাত্র চার পয়েন্ট নিয়ে গ্রুপের লাস্টবয় হয়েই বিদায় নিল ম্যান ইউ।
এদিকে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো আগেই পাকা করে ফেলেছিল। তবে নিয়মরক্ষার ম্যাচে ইউনিয়ন বার্লিনকে ৩-২ গোলে হারিয়ে টানা ছ’টি ম্যাচ জিতল রিয়াল মাদ্রিদ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে বিরতির ঠিক আগে ইউনিয়ন বার্লিনকে এগিয়ে দিয়েছিল কেভিন ভোল্যান্ড। তবে ৬১ ও ৭২ মিনিটে পরপর দু’টি গোল করে রিয়ালকে এগিয়ে দেন জোসেলু। ৮৫ মিনিটে ২-২ করে দিয়েছিলেন ইউনিয়ন বার্লিনের অ্যালেক্স ক্রাল। যদিও ৮৯ মিনিটে জুড বেলিহ্যামের পাস থেকে বল পেয়ে রিয়ালের জয়সূচক গোলটি করেন দানি সেবায়োস।

আরও পড়ুন- হল অফ ফেমে লিয়েন্ডার-বিজয়

Latest article