প্রতিবেদন : কোচ কিবু ভিকুনাকে স্বাগত জানাতে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের (Diamond Harbour Football Club) বড় কর্তাদের প্রায় সবাই হাজির হয়ে গিয়েছিলেন কলকাতা বিমানবন্দরে। ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেও ফুটবল দলের সর্বময় কর্তার ভূমিকায় তাঁর ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়। দলগঠনের কাজে তিনিই নেতৃত্ব দিয়েছেন। এদিন আকাশের সঙ্গে বিমানবন্দরে কোচকে স্বাগত জানাতে গিয়েছিলেন বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ রায়। সঙ্গে ছিলেন ক্লাবের সচিব তথা প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য (Manas Bhattacharya), সভাপতি গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে। কিবুর সঙ্গে কথা বলে মুগ্ধ মানস (Manas Bhattacharya)। বললেন, ‘‘মোহনবাগানকে আই লিগ জিতিয়েছে। ডায়মন্ড হারবার এফসি-কে প্রথম বছরেই প্রিমিয়ারে তোলার জন্য যে মোটিভেশন দরকার, সেটা এদিন শহরে পা দিয়েই বুঝে গেল। তাছাড়া কিবু এই শহরের আবেগটা জানে। তাই প্রথম ডিভিশন ক্লাবে কোচিং করালেও ওর কোনও সমস্যা হবে না। কারণ, পেশাদাররা যে কোনও চ্যালেঞ্জ নিতে ভালবাসে। তবে ডায়মন্ড হারবারের সাংসদ কথা রেখেছে। প্রতিশ্রুতি দেওয়ার ৬ মাসের মধ্যে কলকাতা লিগে দল নামাতে পারছেন আমাদের সবার প্রিয় অভিষেক। আবার প্রথম ডিভিশন লিগে কোনও ক্লাব যা করতে পারেনি, নামি বিদেশি কোচকে এনে সেটাই করে দেখিয়েছে ডায়মন্ড হারবার এফসি।’’
আরও পড়ুন: ইতিহাস ছুঁয়ে দেখতে নালন্দা ঘুরে আসুন