আজ দুই জেলায় মানস

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নির্দেশে বীরভূম ও পূর্ব বর্ধমানের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া।

Must read

প্রতিবেদন : ফের রাজ্যকে না জানিয়ে সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। তার জেরে বীরভূম, পূর্বও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, হুগলির বিস্তীর্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আরামবাগ, খানাকুল, পুরশুড়া, কেশপুর, ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নির্দেশে বীরভূম ও পূর্ব বর্ধমানের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া।

আরও পড়ুন-কামারপুকুর রামকৃষ্ণ মঠে প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী

মন্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী আমায় বীরভূম ও পূর্ব বর্ধমানে যেতে বলেছেন। কোথায় জল ঢুকে কত ক্ষয়-ক্ষতি হয়েছে, কত মানুষ ক্ষতিগ্রস্ত, কত মানুষকে আমরা উদ্ধার করতে পেরেছি, ত্রান শিবিরগুলিতে কত লোক আছেন, আর কত ত্রান সামগ্রী প্রয়োজন; সবকিছু খতিয়ে দেখা হবে। ডিভিসিকেও একহাত নিয়ে বলেন, ২০০৯ সালের পর এই প্রথম এত জল ছেড়েছে ডিভিসি। কেন্দ্রের নির্দেশে ম্যান মেড বন্যা পরিস্থিতি তৈরির চেষ্টা।

Latest article