দল জেতা সত্ত্বেও সংগঠনকে মজবুত করতে বৈঠকে মানস

ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান রাধাকান্ত মাইতি ও ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি আশিস হুদাইতও উপস্থিত ছিলেন।

Must read

সংবাদদাতা, ডেবরা : ডেবরায় (Debra) মেগা বৈঠকে মানসরঞ্জন ভুঁইয়া, অজিত মাইতি, হুমায়ুন কবিররা। ঘাটাল লোকসভায় দীপক অধিকারী ওরফে দেব বিপুল ভোটে জয়লাভ করেছেন। তার পরেও সংগঠনকে কীভাবে আরও মজবুত করে তোলা যায় তা নিয়ে তৃণমূলের নির্বাচনী কমিটিকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া, বিধায়ক অজিত মাইতি, হুমায়ুন কবির-সহ জেলা সভাপতি, চেয়ারম্যান ও ব্লক সভাপতিরা।

আরও পড়ুন-শুরু হল বেঙ্গল ট্যুরিজম ফেস্ট

ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান রাধাকান্ত মাইতি ও ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি আশিস হুদাইতও উপস্থিত ছিলেন। রবিবার বিকেলে ডেবরা অডিটোরিয়াম হলে এই বৈঠকটি হয়। কোন কোন জায়গায় সংগঠনে আরও জোর দিতে হবে, সেই নিয়েও বৈঠক হয় এদিন।

Latest article