সংবাদদাতা, মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার বহুল প্রতীক্ষিত সৃষ্টিশ্রী মেলার (srishti shree mela) উদ্বোধন হল সোমবার। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গণে। উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী মানস ভুঁইয়া ও শিউলি সাহা, বিধায়ক সুজয় হাজরা, জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি প্রমুখ। ১৯ থেকে ২৬ জানুয়ারি এই মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা। মেলায় মোট ১৮৫টি স্টল বসেছে। পাশাপাশি প্রতিদিনই থাকছে নামকরা শিল্পীদের অনুষ্ঠান, যা মেলার বড় আকর্ষণ। এবারের মেলায় বিশেষ আকর্ষণ কেরল, রাজস্থান, হরিয়ানা, কাশ্মীর ও তামিলনাড়ু থেকে আসা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আনা পণ্য। রাজ্যের ১২টি জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও পসরা সাজিয়েছেন। মানুষের চাহিদার কথা মাথায় রেখে ২০ ও ২৬ জানুয়ারি মেলায় বিশেষ স্বাস্থ্যশিবির করা হবে।
মানস বলেন, এই মেলার মাধ্যমে প্রত্যন্ত গ্রামের মানুষ স্বনির্ভর হচ্ছেন। গ্রামীণ অর্থনীতির বিকাশে সৃষ্টিশ্রী মেলার (srishti shree mela) গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবছর প্রায় ১০ কোটি টাকার ব্যবসা হবে বলে আমরা আশাবাদী। জেলাশাসক জানান, এবছর সৃষ্টিশ্রী মেলায় রেকর্ড মানুষের ভিড় হবে বলে আমাদের ধারণা। সকলকে মেলায় আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
সৃষ্টিশ্রী মেলায় ১০ কোটির ব্যবসা হবে, আশাবাদী মানস

