সংবাদদাতা, বীরভূম : বুধবার নলহাটি ২ ব্লকের ভদ্রপুর ১ পঞ্চায়েতের ভদ্রপুরে মহাধুমধামের সঙ্গে পালিত হল মনসাপুজো (Manasa Puja)। দূরদুরান্তের গ্রাম থেকে অনেকেই পুজো দিতে আসেন এখানকার মনসা মন্দিরে। বাংলায় পালাবদলের পর মুখ্যমন্ত্রীর প্রেরণায় প্রসার ঘটেছে লোকসংস্কৃতি, ভাদু-টুসু বা মনসাপুজোর ঝাঁপানের। মনসাপুজো মূলত অন্ত্যজদের হলেও, মিলনের আনন্দে সব সম্প্রদায় মেতে ওঠে। ভদ্রপুরে পাশাপাশি দুটি মণ্ডপে পুজো হয় মনসার (Manasa Puja)। উত্তর ভদ্রপুর মনসা ক্লাবে এবং বহু পুরনো আমলের পঞ্চায়েতের পাশের মণ্ডপে। সেখানে পুরনো মনসা ঠাকুরের একটি বৈশিষ্ট্য হল আগেরবারের পুজো হওয়া মনসামূর্তিটি চলতি বছর বিসর্জন দিয়ে নতুন মূর্তিকে পুজো করে প্রতিষ্ঠা করা। পুরনো এই রীতি প্রতি বছরই মানা হয়। পুজো শেষে দুই মণ্ডপের ঘট পাশের পুকুর থেকে ভরে জ্যান্ত সাপেদের পুকুরে স্নান করিয়ে ঝাঁপান উৎসবে মাতেন এলাকার মানুষ। ঘট মাথায় নিয়ে গোটা গ্রাম প্রদক্ষিণ হয়। বিভিন্ন মোড়ে সাপ হাতে নিয়ে নানা ছড়া, গান ও মন্ত্র উচ্চারণ করা হয়। বসে ছোটখাটো মেলা। বিষদাঁত ভাঙা সাপকে স্নান করিয়ে ঝাঁপান গেয়ে জল ভরা হল বুধবার। তা দেখতে বহু মানুষ ভিড় করেন। ঝাঁপানের ছড়া ও পাল্টা ছড়া কাটা ছিল শোনার মতো।