প্রতিবেদন : ‘মানবে না হার, তৃণমূল আবার। বাঁচতে চাই, বিজেপি বাই।’ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে নতুন স্লোগান বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে মোদির বঙ্গ সফরে বলা একটি লাইন তুলে অভিষেক বলেন, ওরা বলেছে বাঁচতে চাই, বিজেপি তাই। এটি বড় সাঙ্ঘাতিক লাইন। এর মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে, আসলে বিজেপি মারতে চাই, তাই বাঁচার কথা বলছে। কিন্তু আমরা বলছি, বাঁচতে চাই, বিজেপি বাই। তৃণমূল কংগ্রেস থাকলে সকলে বাঁচবে। ২০২৯-এর ভিত ২০২৬। একই সঙ্গে দলীয় সতীর্থদের স্মরণ করালেন— দল যে কর্মসূচি তৈরি করে দিচ্ছে তা যথাযথভাবে পালন করতে হবে। অভিষেকের কথায়, এটা যুদ্ধের সময়, কোনও আত্মতুষ্টির জায়গা নেই। দলীয় কর্মসূচিতে এতটুকু শিথিলতা যেন না আসে। বিজেপি কতটা নিচে নামতে পারে তা আপনারা দেখেছেন। তৃণমূল কংগ্রেসই একমাত্র বিজেপির বিরুদ্ধে লড়াই দিচ্ছে, জিতছে। বাকিরা হারছে। শুক্রবার বিকেলে প্রায় ১৫ হাজার পদাধিকারীকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee)। সেখানে আগামী ৪৫ দিনের জন্য দুটি নয়া কর্মসূচি ঘোষণা করেছেন— ১. বাংলার সমর্থনের সংযোগ, ২. উন্নয়নের সংলাপ। এটি বুথস্তরের জনসংযোগ কর্মসূচি। এছাড়া রয়েছে পাড়ার সংলাপ। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে পাশে নিয়ে অভিষেক এই কর্মসূচিগুলি ব্যাখ্যা করে দেন। তিনি বলেন, সরকারের উন্নয়নের রিপোর্ট কার্ড পাঁচালির আদলে তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একে সর্বস্তরে প্রচারে নিয়ে যেতে হবে। কীভাবে?
১. বাংলার সমর্থনের সংযোগ এই কর্মসূচিতে রাজ্যস্তরের ২০০ জন এবং জেলাস্তরের ১৬০০ জনের প্রভাবশালীর একটি তালিকা তৈরি করা হয়েছে। এঁদের কাছে যেতে হবে। যার জন্য টিম তৈরি করে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন- ওড়িশায় নৃশংস খুন, ফিরল শ্রমিকের দেহ
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…