ম্যাঞ্চেস্টার, ৬ এপ্রিল : নিষ্পত্তি হল না মর্যাদার লড়াইয়ের। ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে গোলশূন্য ড্র করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তবে এদিন উজ্জীবিত ফুটবল উপহার দিলেন ব্রুনো ফার্নান্ডেজরা। অন্যদিকে, পেপ গুয়ার্দিওলার সেরা স্ট্রাইকার আর্লিং হালান্ড চোটের জন্য আগেই ছিটকে গিয়েছিলেন। তাঁর অভাব পূরণ করতে পারেননি বাকিরা।
আরও পড়ুন-সিরাজের কীর্তি, টানা তিন জয় শুভমনদের
ম্যাচের শুরুতেই আলেসান্দ্রো গারনাচোকে পিছন থেকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ম্যান সিটির রুবেন দিয়াস। ম্যান ইউয়ের পেনাল্টির আবেদনে অবশ্য কান দেননি রেফারি। ২০ মিনিটে সুযোগ নষ্ট করেন ম্যান ইউয়ের ম্যানুয়েল উগার্তে। বিরতির পর ম্যান সিটির ফিল ফোডেন একটি সুযোগ হাতছাড়া করেন। শেষ ১৫ মিনিটে সিটি রক্ষণে রীতিমতো চাপ তৈরি করেছিল ম্যান ইউ। কিন্তু শেষ পর্যন্ত কোনও গোল হয়নি। ফলে এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দু’দলকে। ৩১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রইল সিটি। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ম্যান ইউ।
এদিকে, শনিবার প্রিমিয়ার লিগে বড় চমক দিল ফুলহ্যাম। ঘরের মাঠে তারা ৩-২ গোলে হারিয়েছে লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুলকে। প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচ পর পরাজয়ের তিক্ত স্বাদ পেল লিভারপুল! অথচ খেলার ১৪ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিয়েস্টারের গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। কিন্তু ২৩ মিনিটেই সেই গোল শোধ করে দেন রায়ান সেসেগনন। এরপর ৩২ মিনিটে অ্যালেক্স ইওবির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ফুলহ্যাম। পাঁচ মিনিট পরেই রডরিগো মুনোজের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ফুলহ্যাম। ৭২ মিনিটে লুইস দিয়াজের গোলে ব্যবধান কমালেও, হার বাঁচাতে পারেনি লিভারপুল। তবে হেরে গেলেও, ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট পাওয়া লিভারপুলের খেতাব জয় কার্যত নিশ্চিত। সমান ম্যাচ খেলে ৬২ পয়েন্ট পেয়ে দুইয়ে রয়েছে আর্সেনাল।